বিএসজেএ ও বিসিবি একাদশ প্রীতি ক্রিকেট ম্যাচ শনিবার
ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) শনিবার এক প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে মাঠে নামবে। ম্যাচটি হবে মিরপুর বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি মাঠে।
২০ ওভারের মাচ শুরু সকাল সাড়ে নয়টায়। এ ম্যাচের জন্য বিএসজেএ দল ঘোষণা করেছে। তবে বিসিবির দল ঘোষণা করেনি। বিএসজেএ ঘোষিত দল সাইদুর রহমান শামিম (অধিনায়ক), এটিএম সাইদুজ্জামান(সহ অধিনায়ক), রায়হান আল মুঘনি, তারেক মাহমুদ, আসিফ ইকবাল, এস এম সুমন, মোহাম্মদ ইসাম, আরিফুল ইসলাম রনি, মাজহার উদ্দীন অমি, রেজাউর রহমান রোহান, ফজলে রাব্বি মুন, নাইমুল করিম এলিন, খায়েরুজ্জামান রানা ও সুব্রত সাহা।