বিএসএফের হাতে বাংলাদেশি কিশোর আটক
কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরের মোহাম্মদপুর সীমান্তে বিএসএফ’র হাতে সাকিল হোসেন (১৫) নামে এক বাংলাদেশি কিশোর আটক হয়েছে। সে সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে।
আজ সোমবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির অধিনায়ক নায়েক সুবেদার আব্দুল খালেক জানান, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তের ১৫৭/১(এস) সীমান্ত পিলার সংলগ্ন অমীমাংসিত ভূ-খন্ডে সাকিল হোসেন প্রবেশ করলে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বাউশমারী ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। তাকে ফেরত চেয়ে বিএসএফ’র নিকট পত্র প্রেরণ করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হতে পারে বলে বিজিবি সূত্র জানিয়েছে।