‘বিএমসিসিআই’ সভাপতি হলেন নাসির এ চৌধুরী
ঢাকা, : বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এর সভাপতি পদে নাসির এ চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে রাকিব মোহাম্মদ ফখরুল (রকি) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় ২০১৪-১৫ মেয়াদের জন্য তাদেরকে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি নাসির এ চৌধুরী গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পালী লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমানে এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক রাকিব মোহাম্মদ ফখরুল (রকি) আয়ুর্বেদি ফার্মেসী (ডিএসিসিএ) লিমিটেডের সভাপতির দায়িত্বে আছেন।
এদিকে, আব্দুল মোনেম লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এ এস এম মঈনউদ্দিন মোনেম সহ-সভাপতি, আহমেদ ট্রেড ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম শোভা যুগ্ম সাধারণ সম্পাদক ও আই আল কর্প এর প্রোপাইটর সৈয়দ আলমাস কবির কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া বোর্ড অব ডিরেক্টরস এর নির্বাচিত সদস্যরা হলেন, জিএমএস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের এমডি আব্দুস সালাম, পূবালি ব্যাংকের এমডি হেলাল আহমদ চৌধুরী, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল এইচ চৌধুরী, রাজা কর্পোরেশন এর প্রোপাইটর কামাল মোস্তফা চৌধুরী, হজ্জ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ লেয়াকত উল্লাহ, ইলেকট্রো মার্ট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মো: নুরুন নেওয়াজ, গার্ডিয়ান নেটওয়ার্ক এর প্রোপাইটর ড. শঙ্কর চন্দ্র পোদ্দার, বেঙ্গল মীট প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ এর এমডি মোহাম্মদ মাজহারুল ইসলাম, বিবিএস ক্যাবলস লিমিটেডের ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান এবং এল ডব্লিউ হেয়ার এন্ড স্কিন বিউটি স্পা সেলুন এর প্রোপাইটর ইয়াসমিন ইফফাত।