বিএনপি মাঠে থাকলে ফল অন্যরকম হতে পারতো : এরশাদ

03/05/2015 4:31 pmViews: 5

বিএনপি মাঠে থাকলে ফল অন্যরকম হতে পারতো : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তিন সিটিতে ভোটে কারচুপি, কেন্দ্র দখল, জালভোট ও সহিংসতার ঘটনা সরকার চাইলে এড়ানো যেত। বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকলে ফলাফলও অন্য রকম হতে পারতো।

রোববার সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। সকালে চারদিনের সফরে তিনি রংপুরে আসেন।

এরশাদ বলেন, নির্বাচনে সমর্থিত প্রার্থীদের পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নির্বাচন থেকে সরে গেছে -এমন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার নয়। তবে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে ফলাফলও অন্য রকম হতো পারতো।

এরশাদ আরো বলেন, তিন সিটিতে ভোটে যে কারচুপি, কেন্দ্র দখল, জালভোট ও সহিংসতার ঘটনা ঘটেছে। তা না হলেও পারতো। সরকার চাইলে তা এড়ানো যেত। এটা ভোটের ইতিহাসে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করবে।

তিনি বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, বিএনপির প্রতি এখন দেশের মানুষের আস্থা নেই। তারা ৯০ দিন আন্দোলন করে মানুষকে অবর্ণনীয় কষ্ট দিয়েছেন। নষ্ট হয়েছে কৃষকের ক্ষেতের ফসল। পুড়িয়ে মেরেছে মানুষ। তাই নিজেদের দুর্বলতা বুঝতে পেরে তারা আন্দোলন থেকে সরে গেছে। মানুষ শান্তি চায় বলে বিএনপির অন্যায় আন্দোলনে শরীক হয়নি।

জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে একমাত্র বিরোধী দল হিসেবে দেখতে চায়। আমরা সেজন্য কাজ করছি।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, যুগ্ম মহাসচিব এসএম ফখর উজ জামান জাহাঙ্গীর, মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply