‘বিএনপি বন্ধুত্ব চায়, কারো দাসত্ব নয়’

23/05/2016 5:42 pmViews: 7
‘বিএনপি বন্ধুত্ব চায়, কারো দাসত্ব নয়’
 
‘বিএনপি বন্ধুত্ব চায়, কারো দাসত্ব নয়’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপি বন্ধুত্ব চায়, কারো দাসত্ব নয়। আর বন্ধুত্ব মানেই এই নয় যে, নিজেদের রাষ্ট্র পরিচালনায় অন্যের নির্দেশনা মানতে হবে।’
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত সাংবাদিক সাদেক খান স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের ১৬ কোটি জনগণ নয়, ভারতের সন্তুষ্ট করেই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। কারণ তাদের আবদার পূরণ করেই এখন তারা ক্ষমতায় আছে।
১/১১ প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমান শাসকদল আওয়ামী লীগ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে কিছু দিনের মধ্যেই আমাদের জেলে যেতে হবে। তবে এমনটি ভাবার কোনো কারণ নেই যে, জেলখানায় শুধু আমরাই যাবো, অল্প কিছু দিনের মধ্যে সেখানে তাদের সঙ্গেও দেখা হবে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।

Leave a Reply