বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়: মির্জা ফখরুল

বাংলাদেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কাউন্সিলে খালেদা জিয়া যেই প্রস্তাব রেখেছেন তা রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন তিনি।
সকালে রাজধানীতে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছে মন্তব্য করে ফখরুল বলেন, সংঘর্ষে একন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু লোক।