বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায় ॥ নাসিম

08/10/2013 7:21 pmViews: 14

nasimস্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ওলামা-মাশায়েখ সমাবেশে চট্টগ্রামের কওমি মাদ্রাসায় গ্রেনেড ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন ধর্মীয় শিক্ষাঙ্গনে এমন ঘটনা ছাত্রদের বিপথগামী করে তুলছে। মিথ্যাচার করে ধর্ম ব্যবসায়ী হেফাজত ও যুদ্ধাপরাধী জামায়াত বাংলাদেশের সহজ, সরল, ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত বিএনপি এদের মদদ দিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়। তাদের মুখোশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দেশবাসীর সামনে উন্মোচিত হয়ে গেছে। তিনি মঙ্গলবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ মাঠে আলেম, ওলামা, মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
কাজীপুর ওলামা-মাশায়েখ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুল মোত্তালিব। সমাবেশে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, পরিচালক মাওলানা হারুনর রশীদ, বাংলাদেশ ওলামা একরাম পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম মিয়া, বায়তুল আনোয়ার মসজিদের পেশ ইমাম মাওলানা আনিসুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মধু তালুকদার ও রেফাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামাগণ বক্তৃতা করেন।
সমাবেশে নাসিম বলেন, বাংলাদেশের সচেতন মানুষ ধর্ম ব্যবসায়ী এবং তাদের মদদদাতাদের কাছে জিম্মি হতে চান না। বিগত নির্বাচনের আগে এসব ধর্ম ব্যবসায়ী ও তাদের দোসররা প্রচার করেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে ইসলাম থাকবে না। মসজিদে নামাজের পরিবর্তে শঙ্খধ্বনি হবে। কিন্তু দেশবাসী এসব মিথ্যাবাদী, ভ-দের কথা বিশ্বাস না করে বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মহাজোট সরকার প্রমাণ করেছে একমাত্র আওয়ামী লীগের কাছেই ইসলাম নিরাপদ।

Leave a Reply