বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় মঙ্গলবার

30/09/2013 11:11 amViews: 13

saka chodhury_13287প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে।

সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

এর আগে গত ১৪ আগস্ট যেকোনো দিন সালাউদ্দিন কাদেরের রায় ঘোষণা হবে মর্মে সিএভি (অপেক্ষমাণ) রেখে দেন ট্রাইব্যুনাল।

সালাউদ্দিন কাদেরের পক্ষের আইনজীবীরা দাবি করছেন, প্রসিকিউশন তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে তা তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সুতরাং তিনি এ মামলায় সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবেন।

অন্যদিকে প্রসিকিউশন দাবি করেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে তারা সক্ষম হয়েছেন। এতে তার সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ করেন।

গত ২৮ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ৩১ জুলাই যুক্তিতর্ক উপস্থাপন প্রথম পর্যায়ে শেষ করে প্রসিকিউশন।
এরপর ১ আগস্ট থেকে সালাউদ্দিন কাদেরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবী হেনা।

গত ২৪ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলায় আসমিপক্ষের সাফাই সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়।

হরতালে ভাঙচুর-অগ্নিসংযোগের একটি মামলায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেফতার করা হয় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরে ১৯ ডিসেম্বর তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। ৩০ ডিসেম্বর আদালতের নির্দেশে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়।

মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগে গত বছরের ৪ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিএনপি নেতার বিচার শুরু হয়।

Leave a Reply