বিএনপি নেতা শাহজাহান সিরাজ মারা গেছেন

14/07/2020 7:06 pmViews: 7

বিএনপি নেতা শাহজাহান সিরাজ মারা গেছেন

বিএনপি নেতা শাহজাহান সিরাজ মারা গেছেন

শাহজাহান সিরাজ।ছবি: সংগৃহীত

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ মারা গেছেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। গতকাল সোমবার শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

 

২০১২ সালে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর কয়েক বছর পর মস্তিষ্কেও ক‌্যান্সার ধরা পড়ে। এছাড়াও শাহজাহান সিরাজ ডায়াবেটিস, কিডনি জটিলতা ও উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন।

শাহজাহান সিরাজ বিএনপির সময়কার মন্ত্রী ছিলেন এবং দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। তিনি ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন।

Leave a Reply