বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরীর জানাজায় মানুষের ঢল

10/11/2022 9:11 pmViews: 3

হাজার হাজার মানুষের অংশগ্রহণে ৪ দফা জানাজার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীকে দাফন করা হয়েছে। জানাজায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ, জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে নগরীর পাথরঘাটা বাসভবনের সামনে বর্ষীয়ান এই রাজনীতিবিদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় নগরের জমিয়াতুল ফালাহ মাঠে দ্বিতীয় দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জাফরুল ইসলাম চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় নিজের জন্মস্থান বাঁশখালীর জলদী হাইস্কুল মাঠে। সেখানে দুপুর ২টায় তৃতীয় দফা জানাজা এবং বিকাল ৩টায় গুনাগরী ডিগ্রি কলেজ মাঠে চতুর্থ দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

 এতে অন্যান্যের মধ্যে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য এম এ লতিফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম নগর জামায়াতের আমীর মাওলানা শাহজাহান উপস্থিত ছিলেন।

 দাফন শেষে বিএনপি ও বিভিন্ন সংগঠনের অঙ্গ সংগঠনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে জাফরুল ইসলাম চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিক জাফরুল ইসলাম চৌধুরী ১৯৫০ সালের ১৪ই অক্টোবর চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।

বিএনপি সরকারের আমলে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply