বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরীর জানাজায় মানুষের ঢল
এতে অন্যান্যের মধ্যে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য এম এ লতিফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম নগর জামায়াতের আমীর মাওলানা শাহজাহান উপস্থিত ছিলেন।
দাফন শেষে বিএনপি ও বিভিন্ন সংগঠনের অঙ্গ সংগঠনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে জাফরুল ইসলাম চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিক জাফরুল ইসলাম চৌধুরী ১৯৫০ সালের ১৪ই অক্টোবর চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।