বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদ্য কারামুক্ত নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুকে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার সকাল ৯টায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারাগারে আটক থাকা অবস্থায় ড: মোশাররফ অসুস্থ্ ছিলেন। কিছুদিন আগে কারাগার থেকে ছাড়া পাবার পর ডাক্তারের পরামর্শে তিনি বাসাতেই অবস্থান করছিলেন। আজ সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।