বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ

22/08/2016 6:24 pmViews: 12
বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ’
 
'বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ'
বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে এবং দেশে ফিরে আসতে কোনো প্রকার বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
মোয়াজ্জেম হোসেন আলাল পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। গত ২১ জুলাই তাকে বিমানবন্দর থেকে বিদেশে যেতে বাধা দেয়া হয়। পরে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। আবেদনের পক্ষে অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন শুনানি করেন। শুনানি শেষে আলালকে বিদেশে যেতে এবং ফিরে আসতে কোনো বাধা না দিতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিকে নির্দেশ দেয় আদালত।

Leave a Reply