বিএনপি নেতা আমির খসরুর পিতার মৃত্যুতে রিপনের শোক
বিএনপি নেতা আমির খসরুর পিতার মৃত্যুতে রিপনের শোক
ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি কাজী মো: আমির খসরুর পিতা কাজী মো: হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় রিপন বলেন, কাজী মো: হোসেন তার নিজ এলাকায় একজন সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে সকলের নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন । তার মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর ন্যায় আমিও গভীরভাবে মর্মাহত।
কাজী মো: হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান আসাদুজ্জামান রিপন। প্রসঙ্গ, কাজী মো: হোসেন বৃহস্পতিবার সকালে রাজধানীর ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।