‘বিএনপি নেতাদের গ্রেফতার উদ্দেশ্য প্রণোদিত’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেছেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাদের গ্রেফতার উদ্দেশ্য প্রণোদিত। প্রমাণ ছাড়া বিএনপি নেতাদের গ্রেফতার করে সরকার আবারো প্রমাণ করছে তারা মানবাধিকার রক্ষার পক্ষের শক্তি নয়। আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হবে।’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ কথা বলেন তিনি। সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচন কমিশনার করার দাবিতে জাতীয়তাবাদী মোটরচালক দল এ মানববন্ধনের আয়োজন করে।
ফারুক বলেন, সরকারের অত্যাচার থেকে রক্ষা, গণতন্ত্র ফিরিয়ে সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আগামীকাল সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেবেন, সরকার যদি সত্যিই জনগণের ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকে, আশা করি তারা মেনে নেবেন।
সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি সব সময় সরকারের আন্তরিকতার ওপর নির্ভর করে। ইচ্ছা থাকলেই তারা করতে পারেন। আমরা ২০১৪ সালের মতো ভোটারবিহীন নির্বাচন চাই না।