বিএনপি নির্বাচেনে না এলে জাপা ও আ.লীগ আলাদা নির্বাচন করবে

20/10/2013 7:04 pmViews: 11

Pic--20-10----(4)ঢাকা, অক্টোবর ২০: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় সরকার গঠন ও নির্বাচন প্রস্তুতি নিয়ে মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির সাথে আলোচনা করেছেন। অন্তবর্তী সরকারের অধীনে বিএনপি যোগ না দিলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে একমত হয়েছে।
রোববার রাতে গণভবনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রীর সাথে এক ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন।

বৈঠকশেষে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নিজ নিজ দলের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করেন।

সৈয়দ আশরাফ বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ আবারো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। তিনি জানান, জানুয়ারীর মধ্য ভাগে নতুন সকরার ক্ষমতা গ্রহণ করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের যে প্রস্তাব দিয়েছেন বিএনপি না মানলে বিএনপি’র সাথে আর কোন আলোচনা হবেনা।

রুহুল আমিন হাওলাদারও একই কথা বলেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে না এলেও জাতীয় পার্টি নির্বাচনে যাবে।

বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, জিএম কাদের, জিয়াউদ্দিন আহমেদ বাবলূ, কাজী ফিরোজ রশীদ, মোস্তফা জামাল হায়দার প্রমূখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম শেলিম, বেগম মতিয়া চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply