বিএনপি না আসলেও জনগণ নির্বাচনে অংশ নেবে: সালমান এফ রহমান
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসলেও জনগণ এতে অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বিএনপি বলছে যে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আপনারা (বিএনপি) নির্বাচনে অংশ নিতে চান না, নিবেন না। কোনো অসুবিধা নেই। সেটা আপনাদের সিদ্ধান্ত। তবে বাংলাদেশের জনগণ যে এই নির্বাচনে অংশগ্রহণ করবে, এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত। কেননা দেশের জনগণ জানে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য কী করেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিনিয়োগবিষয়ক উপদেষ্টা বলেন, আমাদের যারা বিদেশি বন্ধু রয়েছেন, তাদের একটাই দাবি। সেটা হলো- কে নির্বাচনে অংশগ্রহণ করবে, না করবেনা সেটা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচনই তাদের একমাত্র চাওয়া। আমরাও সেটা চাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলেন, আওয়ামী লীগই একমাত্র দল, যারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। অন্যান্য দল অসাংবিধানিকভাবে ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রমুখ।