বিএনপি দুর্নীতিগ্রস্থ ও স্বজনপ্রীতির দল: মাহবুব

04/06/2015 6:21 pmViews: 5

বিএনপি দুর্নীতিগ্রস্থ ও স্বজনপ্রীতির দল: মাহবুব

mahabur rahman
নিজস্ব প্রতিবেদক,
ঢাকা প্রতিদিন ডটকম:

বিএনপি দুর্নীতিগ্রস্থ ও স্বজনপ্রীতির দল বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. মাহবুবুর রহমান বলেছেন, বিএনপির লোকজন জিয়াউর রহমানকে নিয়ে চর্চা করে না। জিয়াকে দুর্নীতি ও সন্ত্রাস স্পর্শ করে নাই। জিয়ার গড়া দল বিনাশ হতে আসে নাই। তার দল ফিনিক্স পাখির মতো জেগে উঠবেই।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে শ্রমিক দল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  সাক্ষাত না হলে এদেশের জনগণ মেনে নিবে না। আমরা আশা করি খালেদা জিয়ার সাথে মোদির সাক্ষাত হবে।  সাক্ষাৎ হলে খালেদা জিয়া দেশের গণতন্ত্রের কথা বলবেন। তবে সাক্ষাতের দিন ক্ষন ঠিক হয় নাই।

তিনি বলেন, বহুল প্রত্যাশিত মোদির বাংলাদেশ  সফরকে  স্বাগত জানাই। মোদি শুধু বাংলাদেশকে দিতে আসে নাই। নিতেও আসছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে বিরাট বৈষম্য রয়েছে। আমরা চাই দুই দেশের মধ্যে সিটমহল, সীমান্ত ও তিস্তা চুক্তিসহ সকল সমস্যার সুষ্ঠু সমাধান।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, যারা বলে বিএনপির ভরসা নেই আসলে তারা বিএনপি করে না। বিএনপি পথ হারালে পথ খুঁেজ নিতে হবে। মনীষিরা বলে গেছেন, একটি জাতির উত্থান-পতন থাকতে পারে। তেমনি একটি দলেও উত্থান-পতন থাকতে পারে। বিএনপি জাতীয়তাবাদের দল। জিয়াউর রহমান যে আদর্শ , সাহস ও বিচক্ষনতা নিয়ে গঠিত দলের ক্ষয় নেই।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, শ্রমিক দলের প্রমুখ।

Leave a Reply