বিএনপি জোট ছাড়ার পর ইসলামী ঐক্যজোটে ভাঙ্গন

07/01/2016 7:09 pmViews: 16
বিএনপি জোট ছাড়ার পর ইসলামী ঐক্যজোটে ভাঙ্গন
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মাথায় ভাঙ্গনের মুখে পড়লো ইসলামী ঐক্যজোট।

দলটির চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীকে সরিয়ে সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রকিবকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করেছে ঐক্যজোটের একাংশ।

বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওই অংশের নেতারা।

এতে মাওলানা রকিব বলেন, ‘আব্দুল লতিফ নেজামী ২০ দল ছেড়েছেন, কিন্তু ইসলামী ঐক্যজোট ২০ দলীয় জোটের সঙ্গেই আছে।’

তিনি বলেন, দুপুরে মিরপুরে অরজাবাদে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

একই সঙ্গে আগামী ৩১ মার্চ ঢাকায় ইসলামী ঐক্যজোটের কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মাওলানা রকিব।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমরা যারা ২০ দলীয় জোটে আছি, তারা আজ রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবো।’

এরআগে সকালে ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলনে দলের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী ঘোষণা দেন, ‘২০ দলের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নেই।’

Leave a Reply