বিএনপি-জামায়াত দমনেই জঙ্গিবাদ নির্মূল সম্ভব

সোমবার জাতীয় প্রেসক্লাবে সমবায় লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
একদিন বিএনপি কার্যালয়েও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন করা হবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া এখন জবাব পাচ্ছেন। তার বাড়ির আঙ্গিনাতেই এবার ১৫ আগস্টের শোক দিবস পালন করা হয়েছে।
জাতীয় শোক দিবস ও ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিএনপি আমলের কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে জঙ্গিবাদের অভ্যয়ারণ্য তৈরি করেছিল।
২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান জড়িত বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, এখন যেসব বিএনপি নেতারা ব্লগার হত্যার সমালোচনা করছেন, তাদের পাশে আফগানিস্তান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি নেতারা বসে থাকে। এসব বিএনপি নেতাদের হাতেও গ্রেনেড হামলায় নিহতদের লাশের পোড়া গন্ধ।
১৫ আগস্ট উৎসব করে জন্মদিন পালনকে খালেদা জিয়ার ‘বিকৃত মানসিকতার’ পরিচয় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন,
খালেদা জিয়ার জন্মদিন পালন প্রসঙ্গে তিনি বলেন, আশা করেছিলাম খালেদা জিয়া ১৫ আগস্ট কেক কাটবেন না। অথচ তিনি সাজগোজ করে সেদিন বিকেলে কেক কাটলেন।