বিএনপি-জামায়াতের হামলায় ১২৫ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

19/03/2014 9:40 pmViews: 7

বিএনপি-জামায়াতের হামলায় ১২৫ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
ঢাকা : সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়েছিলো সেগুলোর মধ্যে ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠান বিএনপি জামায়াতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৮৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৫টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী ক্ষতির পরিমাণ এক কোটি ৮০ লাখ টাকা।

বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ নেতার  নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. নবী নেওয়াজের (ঝিনাইদহ-৩) এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা সংসদকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে বিএনপি-জামায়াত জোটের নাশকতায় ৫৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিকভাবে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৮২ লাখ টাকা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এছাড়া ১২ কলেজ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।  এ ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। ২৬টি মাদ্রাসা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ২২ লাখ টাকা। এছাড়া ৪২৮টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় ৫ কোটি ৫৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।’

সংসদ নেতা বলেন, ‘ক্ষতিগ্রস্ত ৪২৮টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য প্রাক্কলন অনুযায়ী বিদ্যালয়সমূহের অনুকূলে এ পর্যন্ত ৩ কোটি ৫২ হাজার ৫০০ টাকা ছাড় করা হয়েছে। তাছাড়া তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চলতি অর্থ বছরে ইতোমধ্যে ৪৩ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা ছাড় করা হয়েছে যা প্রয়োজনীয়তার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় মেরামতে ও সংস্কার কাজে ব্যয় করা হবে।’

এর আগে বিকেলে জাতীয় সংসদের নির্ধারিত দিনের কার্যক্রম শুরু হয়।

Leave a Reply