বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে শনিবার
প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিএনপি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। শনিবার দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর দলটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে দলের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা জানিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, আজ (শুক্রবার) তিনি কিছু বলবেন না। পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।
স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, আজ (শনিবার) স্থায়ী কমিটির বৈঠকের পর প্রতিক্রিয়া জানানো হবে।
সর্বদলীয় সরকার গঠন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার দৈনিক বর্তমানকে বলেছেন, ‘ওই সরকারের প্রধান কে থাকবেন তা বলেননি প্রধানমন্ত্রী। যদি সর্বদলীয় সরকারের প্রধান শেখ হাসিনা হন, তাহলে ওই নির্বাচনে বিএনপি অংশ নেবে না।’
সার্বিক বক্তব্যে ইতিবাচক কিছু দেখছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে আমার আর কিছু বলার নেই। পরে দলের পক্ষ থেকে এই বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হবে।’
দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন কোন প্রস্তাব নেই। তিনি (প্রধানমন্ত্রী) যা বলেছেন সব পুরাতন। এখানে সুনির্দিষ্ট কোন প্রস্তাব নেই। সর্বদলীয় সরকারের প্রধান কেন থাকবে, সংসদ অধিবেশন আর চলবে কি-না, এ সব বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই।
তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, নির্দলীয় সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচনে যাব না। এ দাবিতে আমাদের আন্দোলন চলছে। অবিলম্বে সরকার এ দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে তাদের প্রতিক্রিয়া জানাতে নিষেধ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকার নিয়ে যে প্রস্তাব দিয়েছেন, তা এক কথায় অর্থ্যাত্ হ্যাঁ বা না বলা যাবে না। পুরো বক্তব্য বিচার বিশ্লেষণ করতে হবে। তারপর প্রতিক্রিয়া জানানো হবে।
ওই নেতা বলেন, আজ স্থায়ী কমিটির বৈঠক আছে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে। সেখান থেকে প্রতিক্রিয়া জানানো হতে পারে।