বিএনপির সভায় পুলিশি বাধা, আহত অর্ধশত, সংঘর্ষের ঘটনায় ১৭ বিএনপি নেতাকর্মী আটক

13/02/2021 10:03 pmViews: 3

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিএনপির প্রতিবাদ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের শেষের দিকে পুলিশ বাধা দেয়। এসময় ঢাকা দক্ষিন সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাকসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার সকালে প্রতিবাদ সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করে। প্রতিবাদ সমাবেশে একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়। প্রতিবাদসভা চলাকালে একে একে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দিচ্ছিলেন।

যখন প্রতিবাদ সভায় প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দিচ্ছিলেন ঠিক তখনই পুলিশের লাঠিচার্জে বিএনপি নেতাকর্মীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে শুরু করে। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হযন।

এদিকে বিএনপি ও এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপে একাধিক পুলিশ সদস্য আহত হয় বলে জানা যায়। আহত বিএনপি নেতাকর্মী ও পুলিশ সদস্যদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply