বিএনপির লংমার্চ : তিস্তায় নবযৌবন

22/04/2014 10:14 pmViews: 4

 

 

নীলফামারী, ২২ এপ্রিল  : বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চকে কেন্দ্র করে মঙ্গলবার দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পানিতে টই টুম্বুর। তিস্তা নদীতে উজান থেকে ঢল নেমেছে। শুকিয়ে থাকা তিস্তায় হু-হু করে পানি বৃদ্ধি পাওয়ায় নব যৌবনে ফিরে আসছে তিস্তা নদী। নদীজুড়ে চলছে স্রোত ধারা।

মঙ্গলবার দপুর ১২টায় তিস্তা ব্যারাজ পয়েন্ট উজানের পানি প্রবাহের গড় হিসাব ছিল ৩ হাজার ৬ কিউসেক। বিকাল ৩টায় এটি বৃদ্ধি পেয়ে প্রায় সাড়ে তিন হাজার কিউসেকে এসে দাঁড়িয়েছে। তিস্তার ব্যারাজের সেচ প্রকল্পের কমান্ড এলাকায় কৃষকরা ভরপুর পানি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে।

গত ২৭মার্চ থেকে বামদলগুলোর তিস্তার পানির দাবী লংমার্চ, রোর্ডমার্চ ও তিস্তা মার্চ কর্মসূচি পালন করে আসছে।

বুধবার তিস্তা হ্যালিপ্যাড মাঠে বিএনপির লংমার্চের সমাবেশ অনুষ্ঠিত হবে। লংমার্চ বিএনপি যাতে তিস্তাকে কেন্দ্র করে টানিং পয়েন্ট নিতে না পারে সে জন্য ভারত সরকার তিস্তা নদীতে পানি দিয়েছেন মর্মে জানায় বিএনপির স্থানীয় নেতারা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানায়, গত বছরে এ সময় তিস্তায় সাড়ে তিন হাজার কিউসেক পানি পাওয়া গিয়েছিল। এ বছর ঠিক একই সময় সেই পরিমাণ পানি এসেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তিস্তার পানি কমতে কমতে দাঁড়িয়েছিল  ৫০০ থেকে ৩০০ কিউসেকে। অথচ এ নদীতে স্বাভাবিকভাবে গড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার কিউসেক পানি থাকা প্রয়োজন। গত ১৩ এপ্রিল থেকে ব্যারাজ পয়েন্টে পানি বাড়তে শুরু করে। এতে একপর্যায়ে পানির পরিমাণ দাঁড়ায় এক হাজার কিউসেক থেকে ১ হাজার ২শত কিউসেক পর্যন্ত। এ অবস্থা চলে ১৯ এপ্রিল পর্যন্ত।

এরপর রবিবার পানি নেমে আসে ৬৮৮ কিউসেকে। সোমবার সেই পানি ১৪২ কিউসেক বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮৩০ কিউসেকে। মঙ্গলবার তিস্তার পানি ২ হাজার ১৭৬ কিউসেক বৃদ্ধি পেয়ে দুপুর ১২টায় পানি উন্নয়ন বোডের হাইড্রোলিক বিভাগ মাফযোগ করে পানি পায় ৩ হাজার ৬ কিউসেক। বেলা ৩টায় সেই পানি আবার বৃদ্ধি পেয়ে সাড়ে ৩ হাজার কিউসেকে চলে আসে। ধারনা করা হচ্ছে, তিস্তার পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা যে কোন সময় ৫ হাজার কিউসেকে এসে পৌছতে পারে।

পুর্ব ছাতনাই গ্রামের হারুন-অর রশিদ জানায়, ২১ এপ্রিল সোমবার সন্ধ্যায় হঠাৎ শুনতে পাই তিস্তা নদী থেকে স্রোতের শব্দ ভেসে আসছে। অবাক হয়ে ছুটে যাই নদীর পাড়ে। দেখতে পাই উজান থেকে তিস্তার পানি শো-শো শব্দে বাংলাদেশে প্রবেশ করছে। এখন তিস্তা নদী দেখে খুব ভাল লাগছে তিস্তায় পানি ভরে উঠছে।

তিস্তা ব্যারাজের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, তিস্তা নদীর পানি এখন বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টায় তিস্তায় পানি প্রবাহ ছিল ৩ হাজার ৬ কিউসেক। সেটি আবার বিকাল ৩টায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে সাড়ে ৩ হাজার কিউসেকে। ধারণা করা হচ্ছে, তিস্তা নদীতে যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে পানি প্রবাহ ৫ হাজার কিউসেকে দাঁড়াতে পারে।

Leave a Reply