‘বিএনপির রাজনীতি করার সাহস নেই’

07/10/2015 6:45 pmViews: 7

‘বিএনপির রাজনীতি করার সাহস নেই’

 

বিএনপির রাজনীতি করার সাহসই নেই বলে জানিয়েছন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাদের রাজনীতি করতে না দেয়ার অভিযোগও সঠিক নয় বলে জানান তিনি। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অতিরিক্ত বাস ভাড়া আদায় প্রতিরোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আসলে বিএনপির যে সংকট, সেই সংকট সাহসের সংকট। রাজনীতি করতে হলে, বিরোধী রাজনীতি করতে হলে, সাহস লাগে। সেই সাহসটা প্রদর্শন করতে তারা ব্যর্থ। বিএনপির বিরোধী দলের রাজনীতিতে যে সাহসী ভূমিকা রাখার কথা, সেই সাহস তাদের নেই। তারা ভয়কে জয় করতে পারে না। গণপরিবহনে অতিরিক্ত বাস ভাড়া নেয়া প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়া হলে পরিবহন শ্রমিক ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply