বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ
প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে বিএনপি বিস্মিত বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ‘রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূল’ ও ‘রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংসের’ প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে জেলা ও থানায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো রায়ের বিষয়ে বিএনপির এটাই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। রাজধানী ঢাকায় সমাবেশ হবে বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার একদিন পর বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন করে বিএনপি প্রতিক্রিয়া ও কর্মসূচি ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যুদ্ধাপরাধের এ বিচারকে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলের ষড়যন্ত্র বলে অভিহিত করেন। রায় ঘোষণার পর বিএনপি তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও মঙ্গলবার রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেন খালেদা জিয়া। সেখানেই দলের প্রতিক্রিয়া ও কর্মসূচির সিদ্ধান্ত হয়।
সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, এই ট্রাইব্যুনাল গঠন ও তার বিচার প্রক্রিয়া নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপি মনে করে, মানবতাবিরোধী বিচারের নামে সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সালাহউদ্দিন কাদেরের রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়ায় আমরা বিস্মিত হয়েছি।
তিনি বলেন, ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগেই তা ইন্টারনেটে হুবহু প্রকাশ পাওয়ায় এই রায় জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। আমরা মনে করি, তিনি সুবিচার পাননি। এভাবে সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করছে বলে অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল দলের লিখিত বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূল ও রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে জেলা ও থানায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে মির্জা ফখরুল ‘নো কোশ্চেন’ বলে আসন ছেড়ে উঠে যান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-আইন সম্পাদক নিতাই রায় চৌধুরী।