‘বিএনপির প্রার্থীরা আ’লীগের এজেন্ট বের করে দিচ্ছে’
পৌরসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন আওয়ামী লীগের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
বুধবার ভোট শুরুর সাড়ে তিন ঘণ্টা পর নির্বাচন কমিশনে যান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিভিন্ন অভিযোগ জানানোর জন্য প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে যান এ প্রতিনিধি দল। তবে নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করতে পারলেও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে পারেননি এইচটি ইমাস।
এ বিষয়ে এইচটি ইমাম বলেন, নির্বাচনে পুলিশ-ম্যাজেস্ট্রিট ঠিক মতো কাজ করছে না। বিভিন্ন অভিযোগ জানাতে সিইসির সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তবে তিনি দেখা করেননি। তিনি ক্ষমা চেয়েছেন। আজ কারো সাথে দেখা করবেন না বলে জানিয়েছেন।
এইচ টি ইমাম বলেন, রাজশাহী, দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, টাঙ্গাইলে গোলযোগ হয়েছে। যেহেতু জামায়াত সরাসরি নির্বাচন করতে পারছে না সেহেতু তারা বিএনপির পক্ষে সব শক্তি প্রয়োগ করছে। চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ বেশ গোলযোগ হযেছে। পাবনার চাটমোহর থেকে আমার কাছে সরাসরি টেলিফোন এসেছে- সেখানে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে অপমান করা হয়েছে। কুড়িগ্রামে জেলা পর্যায়ের নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
তিনি বলেন, দুই একটি জায়গা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হচ্ছে।