বিএনপির প্রার্থীদের প্রত্যয়ন করবেন শাহজাহান

28/11/2015 3:11 pmViews: 3
বিএনপির প্রার্থীদের প্রত্যয়ন করবেন শাহজাহান
 
বিএনপির প্রার্থীদের প্রত্যয়ন করবেন শাহজাহান
পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী প্রত্যয়ন করে নির্বাচন কমিশনকে জানাবেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাকে এই ক্ষমতা দিয়েছেন। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এসে বিএনপির একটি প্রতিনিধিদল বেগম খালেদা জিয়া স্বাক্ষরিত এ নমুনাপত্র জমা দেন।
প্রতিনিধিদলে আরও ছিলেন- বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক আছাদুল করিম শাহীন ও সহ- দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপুসহ পাঁচজন।
নমুনাপত্র জমা দেয়ার পর প্রিন্স উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বিধিমালা অনুসারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পৌরসভা মেয়র পদে প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যায়নের জন্য শাহজাহানকে চেয়ারপারসন ক্ষমতা প্রদান করেছেন। তারই একটি নমুনা স্বাক্ষর সংবলিত সত্যায়িতপত্র নির্বাচন কমিশনে জমা দিলাম। কমিশন প্রতিটা পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কাছে এ নমুমাপত্র পাঠাবেন।

Leave a Reply