বিএনপির তরুণ নেতৃত্ব ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার
২৮ জুলাই, ২০১৫
জাতীয়তাবাদী যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করে বলেছেন, সরকার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর তরুণ নেতৃত্বকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।এরই ধারাবাহিকতায় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে মনগড়া ন্যক্কারজনক অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আলাল বলেন, তরুণ নেতৃত্বকে ধ্বংস করতে সরকারের তল্পিবাহক প্রশাসন সহযোগিতা করছে।
যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের ওপর নির্যাতন চালিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। যারা ভবিষ্যৎ রাজনীতিতে ভূমিকা রাখবে সরকার তাদের ওপর নির্যাতন চালিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করে দিচ্ছে। এতে জাতীয় রাজনীতি ধ্বংসের মুখে পড়বে এবং স্বৈরাচাররা মাথাচাড়া দিয়ে উঠবে।
তিনি ছাত্রদল সভাপতিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বলেন, রাজিব আহসানকে যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে রাজিবের কোনো সর্ম্পক নেই। কক্সবাজারে সরকার দলীয় এমপি মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তাকে গ্রেফতার না করে নতুন নেতৃত্বকে কলঙ্কিত করতে রাজিবকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা যাতে মুক্তি না পায়, সেজন্য আদালতকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, মাদক ও মানবপাচারের অভিযোগ এনে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে ১৯ জুলাই পুলিশ ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ ছয়জনকে আটক করে।
সংবাদ সম্মেলনে যুবদল সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহসভাপতি কে আই এম খলিল, অ্যাডভোকেট নেছার আহমেদ, ফরহাদ হোসেন আজাদ, মীর রবিউল ইসলাম লাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় যুবদল নেতা সৈয়দ আবেদীন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।