বিএনপির গণসংযোগে হামলা, সাবেক এমপির গাড়ি ভাংচুর

কুমিল্লার লাকসামে বিএনপি সমর্থিত প্রার্থী শাহনাজ আক্তারের গণসংযোগে হামলা চালিয়ে সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ারুল আজীমের গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় সাবেক এমপি আজীমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে পৌর এলাকার গাজীমুড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাজীমুড়া গ্রামে বিএনপি প্রার্থী শাহনাজ আক্তারের গণসংযোগের সময় হঠাৎ একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় গণসংযোগে আসা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ারুল আজীমের গাড়ি ভাংচুর করে তারা। এতে বিএনপি সমর্থকদের ওপর হামলা চালানো হয়। ওই সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে কর্নেল (অব.) এম, আনোয়ারুল আজীমসহ বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম খোকন বলেন, বিএনপি প্রার্থীর গণসংযোগ চলাকালে সরকার দলীয় সমর্থকরা অর্তকিতভাবে তাদের ওপর ইট, পাটকেল নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় সাবেক এমপি কর্নেল (অব.) এম, আনোয়ারুল আজীম, সাবেক উপজেলা চেয়ারম্যান মজির আহমেদসহ কয়েক জন নেতাকর্মী আহত হয়। ওই সময় সরকার দলীয় সমর্থকরা কর্নেল আজীমকে বহনকারী একটি গাড়ি ভাংচুর করে।
আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী অধ্যাপক আবুল খায়ের বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় ওই এলকায় আমার কোনো গণসংযোগ ছিল না। আমি নির্বাচনী গণসংযোগে অন্য একটি এলাকায় ছিলাম। বিএনপির দলীয় কোন্দলের কারণে ওই হামলার ঘটনা ঘটেছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাছে।
লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।