আগামী ১৯ মার্চ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, কাউন্সিলের জন্যে বিএনপির প্রথম পছন্দ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। এখানে অনুমতি না মিললে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করতে চায় বিএনপি।
সূত্র আরও জানায়, কাউন্সিলের অনুমতির জন্যে এই তিনটি স্থানেই আবেদন করা হবে। রোববার দিনের যেকোন সময় আবেদন পত্র সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।
এর আগে শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। তবে বৈঠকের কাউন্সিলের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর।