বিএনপির কর্মী হয়ে বেঁচে থাকতে চাই: মেয়র আরিফ
সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী জানান- ‘বিএনপির হাইকমান্ডের পরামর্শে সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। প্রার্থিতা ঘোষণা করে মাত্র এক সপ্তাহের পথচলায় আমি আপ্লুত। নেতাকর্মীরা যে ভালোবাসা প্রদর্শন করেছেন এতে আমি কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ। এই ভালোবাসার প্রতিদান নেই, হতেও পারে না।’ আরিফ জানান- ‘বিএনপি ছাড়া আমার কোনো রাজনৈতিক দল নেই। বিএনপির কর্মী হয়ে বেঁচে থাকতে চাই।
সিলেট জেলা বিএনপির সম্মেলন গণতান্ত্রিক, সার্থক ও সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।’
সিলেট জেলা বিএনপির এবারের সম্মেলন ও কাউন্সিলে মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ করে প্রার্থী হয়েছিলেন। ২১ মার্চ সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্তু ভোটার তালিকা প্রণয়নে বিলম্ব হওয়ার কারনে পরবর্তীতে সম্মেলন স্থগিত করা হয়। আরিফ সরে যাওয়ায় এখন সভাপতি প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলার সাবেক সভাপতি আবুল কাহের শামীম ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।