‘বিএনপিকে নির্মূল করতেই রিজভীর বিরুদ্ধে পরোয়ানা’
বিএনপিকে নির্মূল করতেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘যে মামলাটি রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, ওই মামলায় এফআইআরে নাম ছিল না। পরে চার্জশিটে তার নাম যুক্ত করা হয়েছে। উদ্দেশ্য রাজনৈতিক হয়রানি করা। রিজভী কয়েকটি মামলায় জামিনে আছেন। এই মামলাও হাজির হওয়ার জন্য তিনি আবেদন করেছেন। আমরা সবাই আইনের প্রতিশ্রদ্ধাশীল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা সবাই কোর্টে যাচ্ছে হাজিরা দিচ্ছে।’
তিনি বলেন, ‘রিজভী আমাদের দলের মুখপাত্রের দ্বায়িত্ব পালন করছেন, তাকে এখন কীভাবে অন্তরীণ করা যায় সেইটাই এই সরকারের কৌশল। ভিন্ন মোড়কে একদলীয় শাসন বাস্তবায়ন করাই সরকারের মূল লক্ষ্য। আমরা এখন কতৃত্বপরায়ণ সরকারের অধিনে আছি।এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’