বাহরাইনে সাধারণ ক্ষমা পাচ্ছেন ৪০ হাজার বাংলাদেশী

04/08/2015 4:06 pmViews: 7

বাহরাইনে সাধারণ ক্ষমা পাচ্ছেন ৪০ হাজার বাংলাদেশী

০৪ আগস্ট ২০১৫,মঙ্গলবার

বাহরাইনে অবস্থানরত অবৈধ বিদেশি কর্মীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে বাহরাইন সরকার। এই ঘোষণার ফলে ১ জুলাই থেকে আগামী ছয় মাসের মধ্যে বাহরাইনে অবৈধ হয়ে পড়া বিদেশি কর্মীরা চাকরি সংগ্রহ করে বৈধ হতে পারবেন বা কোনো ধরনের জরিমানা/শাস্তি ছাড়াই বিনা বাধায় বাহরাইন ছাড়তে পারবেন। বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া প্রায় ৪০ হাজার বাংলাদেশীও এ সুযোগ নিয়ে বৈধ হওয়ার সুযোগ পেতে যাচ্ছেন।

জানা যায়, বাহরাইনে বর্তমানে এক লাখ ১৫ হাজার বাংলাদেশী কর্মী রয়েছেন। সে দেশের কর্তৃপক্ষের তথ্য মতে, এর মধ্যে ৩৬ হাজার ৫৭২ জন বাংলাদেশী অবৈধভাবে অবস্থান করছেন। তবে সংশ্লিষ্ট বাংলাদেশিরা বলছেন, প্রকৃত সংখ্যা ৪০ হাজারের বেশি হবে।

বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (এলএমআরএ) এক ঘোষণায় বলা হয়, ৬ মাস মেয়াদি এ ক্ষমার সময়সীমা ১ জুলাই থেকে শুরু করে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময়সীমার মধ্যে অবৈধ অভিবাসী শ্রমিকরা যে কোনো দুটি কাজ করতে পারেন। একটি হলো, কোনো জরিমানা ছাড়াই দেশত্যাগের সুযোগ গ্রহণ। অপরটি এ সময়ের মধ্যে বৈধ কর্মক্ষেত্র খুঁজে নেওয়ার মাধ্যমে নিজেদের অবস্থান বৈধকরণ। যারা এ ছয় মাসে দেশত্যাগ করবেন, তাদের নাম কালো তালিকাভুক্ত করা হবে না, নেওয়া হবে না কোনো জরিমানা। অর্থাৎ তারা বৈধ কাগজপত্র ও কর্মক্ষেত্র নিশ্চিত করে আবারও যে কোনো সময় বাহরাইনে প্রবেশ করতে পারবেন।

আর যারা নতুন বৈধ কর্মক্ষেত্র ঠিক করবেন, তাদের আগের চাকরিদাতার সঙ্গে কোনো পরামর্শ বা অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। এলএমআরএর প্রধান নির্বাহী আউসামা আবদুল্লাহ বলেন, আইনের দৃষ্টিতে যারা অবৈধ কোনো জরিমানা অথবা আইনি জটিলতা ছাড়াই তাদের সংশোধনের জন্য এ সুযোগ। এ সেবা পেতে শ্রমিকদের কোনো জরিমানা ফি বা অতিরিক্ত চার্জ লাগবে না। সাধারণ ক্ষমার সুযোগ নিতে নিয়োগকর্তা বা দালালকে টাকা দেওয়া সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের প্রয়োজনে এলএমআরএ-এর কল সেন্টার-১৭৫০৬০৫৫-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply