বাহরাইনে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত, আহত ১
বাহরাইনের রাজধানী মানামার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন, মোশাররফ হোসাইন ও আবু জালাল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে মানামার মাখারকা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সিভিল ডিফেন্সের বরাত দিয়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত আড়াইটার পর তিন তলা ওই ভবনে আগুন লাগে।
নিহতদের তিনজনেরই মৃত্যু হয়েছে ধোঁয়ায় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে। আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হলেও হতাহতদের পরিচয় দেয়া হয়নি।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভবনের অগ্নি নিরপাত্তা ব্যবস্থার ত্রুটির কারণে ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।