বাসের ধাক্কায় মাশরাফি আহত
বাসের ধাক্কায় মাশরাফি আহত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাসের ধাক্কায় আহত হয়েছেন। এতে দুই হাতে চোট পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে রিকশায় করে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
নড়াইল এক্সপ্রেস খ্যাত দেশ সেরা এই পেসার সাংবাদিকদের জানান, সকালে বাসা থেকে বের হয়ে অনুশীলনে যোগদিতে রিকশায় করে মিরপুর স্টেডিয়ামের পথে রওনা হণ। পথে পেছন থেকে একটি বাস তার রিকশাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে দুই হাতে আঘাত পান। ডান হাতের বৃদ্ধঙ্গুলির নিচের তালুতে কেটে গেছে। এছাড়া বাঁ হাতের তালুতেও কিছু অংশ ছুলে গেছে।
এদিকে মাশরাফির আহত হওয়ার সংবাদে সতীর্থ, কোচ ও কর্মকর্তাদের সকলেই চিন্তিত হয়ে পড়েন। তবে আঘাত গুরুতর নয় জেনে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
বিসিবি এক কর্মকর্তা জানিয়েছেন, বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন দেশসেরা পেসার মাশরাফি। আঘাত তেমন গুরুতর না হলেও তাকে হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।
উল্লেখ্য, ক্যারিয়ারে এ পর্যন্ত ছয়বার মাশরাফির হাঁটুতে অস্ত্রপচার করা হয়েছে।