বার কাউন্সিল নির্বাচন ১৩ই আগস্ট সম্পন্ন করার নির্দেশ

28/05/2015 1:58 pmViews: 7

বার কাউন্সিল নির্বাচন ১৩ই আগস্ট সম্পন্ন করার নির্দেশ

 

আগামী ১৩ই আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আজ এ আদেশ দেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে ভোটার তালিকা সংশোধন করার নির্দেশও দেয়া হয়েছে। এর আগে এক রিটের শুনানি শেষে গত ২১ই মে হাইকোর্টের একটি বেঞ্চ বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দেন। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আপিল দায়ের করেন বার কাউন্সিল কর্তৃপক্ষ। সে প্রেক্ষিতে আজ এই আদেশ দেয়া হয়। বার কাউন্সিল নির্বাচনে মোট ১৪ জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে সারাদেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে আসেন। এই ১৪ সদস্যের ভোটে নির্বাচিত হন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। আর এ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে পদাধিকার বলে কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

Leave a Reply