বার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ
সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে স্থাপিত ভোটকেন্দ্রসহ দেশের সব জেলার দেওয়ানি আদালত প্রাঙ্গণে এ ভোটগ্রহণ হচ্ছে।
ভোটার তালিকা নিয়ে প্রশ্ন ওঠার পর তা নিয়ে উচ্চ আদালতে গেলে নির্বাচন পিছিয়ে আজকের তারিখ নির্ধারণ করেন আপিল বিভাগ। আদালতের নির্দেশে একটি সংশোধিত ভোটার তালিকাও তৈরি করা হয়েছে। সে অনুযায়ী সারা দেশের ৭৭ কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে ৪৩ হাজার ৩০২ জন ভোটার। আপিল বিভাগ ২৮ মে আবেদনের ওপর শুনানি করে ভোটের তারিখ ২৬ আগস্ট ঠিক করে দেন।
বার কাউন্সিল নির্বাচনে মোট ১৪ জন সদস্য নির্বাচিত হন। এর মধ্যে সারা দেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে আসেন। এ ১৪ সদস্যের ভোটে নির্বাচিত হন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। আর অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে পদাধিকার বলে কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাধারণ আসনে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেডআই খান পান্না ও শ ম রেজাউল করিম প্রার্থী হয়েছেন।
আর স্থানীয় বার ক্যাটাগরিতে এ-গ্রুপে কাজী নজিবুল্লাহ হিরু, বি-গ্রুপ থেকে এইচআর জাহিদ আনোয়ার, সি-গ্রুপ থেকে ইব্রাহিম হোসেন চৌধুরী, ডি-গ্রুপ থেকে সরোয়ার আহম্মেদ চৌধুরী আবদাল, ই-গ্রুপ থেকে পারভেজ আলম খান, এফ-গ্রুপ থেকে মো. ইয়াহিয়া ও জি-গ্রুপ থেকে মো. রেজাউল করিম নির্বাচনে অংশ নিচ্ছেন।
বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সাধারণ আসনে বর্তমান ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, কাউন্সিলের বর্তমান এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এজে মোহাম্মদ আলী, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মো. বোরহান উদ্দিন ও মহসিন মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় বার ক্যাটাগরিতে এ-গ্রুপ থেকে গোলাম মোস্তফা খান, বি-গ্রুপ থেকে মোহাম্মদ আবদুল বাকি মিয়া, সি-গ্রুপ থেকে কবির চৌধুরী, ডি-গ্রুপ থেকে কাইমুল হক, ই-গ্রুপ থেকে আবদুল মালেক, এফ-গ্রুপ থেকে মো. ইসহাক ও জি-গ্রুপ থেকে একেএম হাফিজুর রহমান প্রার্থী হয়েছেন। এ দুটি প্যানেলের বাইরে আইনজীবী ঐক্য ফ্রন্ট ও আইনজীবী ঐক্য পরিষদ নামে আরও দুটি প্যানেল এবার নির্বাচনে অংশ নিচ্ছে।
ঐক্য ফ্রন্টের প্যানেলে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন আইনজীবী সুব্রত চৌধুরী, শাহ মো. খসরুজ্জামান, একেএম জগলুল হায়দার আফ্রিক, সরওয়ার-ই-দীন, মো. হেলাল উদ্দিন, আবদুল মোমেন চৌধুরী ও মো. শামছুল হক। আর ঐক্য পরিষদ মনোনীত প্যানেলে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন আইনজীবী মো. মাহবুব আলী ভূঁইয়া, মো. ইউনুস আলী আকন্দ, মো. আবুল কালাম আজাদ, মো. আবুল হোসেন, মো. দেলোয়ার হোসেন মল্লিক, মো. শওকত হায়াত ও সুলতান এ সবুর চৌধুরী। এই চার প্যানেলের প্রার্থীসহ এবারের নির্বাচনে সাধারণ আসনে মোট ৩২ জন প্রার্থী হয়েছেন, আর গ্র“প পর্যায়ে সাত পদের জন্য প্রার্থী ২৯ জন।