বার্মা টাইমস এর প্রতিবেদন বিজিবির পাল্টা-হামলায় বিজিপি’র ৪ সেনা নিহত

02/06/2014 3:04 pmViews: 7

 

 

ঢাকা, ২ জুন : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের পাল্টা-হামলায় মিয়ানমারের ৪ সেনা সদস্য নিহত এবং ৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিয়ানমারের সংবাদ সংস্থা বার্মা টাইমস এ খবর জানিয়েছে ।

গত শুক্রবার মিয়ানমার সেনাবাহিনী ও দেশটির বর্ডার গার্ড পুলিশ হামলা চালালে, মর্টার শেলের মাধ্যমে পাল্টা-হামলা চালায় বিজিবি। এর আগে গত বুধবার বিজিবি’র একটি দল যখন নায়েক মিজানুর রহমানের মৃতদেহ ফিরিয়ে আনার চেষ্টা করছিল, সীমানেত্মর ৫২ নং পিলার বা সত্মম্ভ থেকে মিয়ানমার সেনাবাহিনী তাদের ওপর গুলিবর্ষণ করে। কোন ধরনের উষ্কানি ছাড়াই গাছের আড়ালে আশ্রয় নিয়ে বিজিবি সদস্যদের ওপর গুলি চালায় তারা।

বিজিবি’র দলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক বিজিবি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলি। তার সঙ্গে ছিলেন বিজিবি’র সিনিয়র কর্মকর্তারা। এর মধ্যে কর্নেল ফরিদ হাসান খন্দকার ও লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমানও ছিলেন।

এদিকে এ ধরনের নির্বিচার গুলিবর্ষণের কঠোর জবাব দিতে বাংলাদেশের সীমানত্ম রক্ষী বাহিনী ভারি অস্ত্রের সাহায্যে পাল্টা-হামলা চালাতে বাধ্য হয়। ৫ ঘণ্টা চলা ওই লড়াইয়ে উভয় পক্ষই মর্টার, রকেট লঞ্চার ও ভারি মেশিন গান ব্যবহার করে।

Leave a Reply