বায়েজিদ বোস্তামী থানা ও চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ৩৫ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বার্মা সবুজ গ্রেফতার।

27/11/2024 12:47 pmViews: 1

মির হোসেন (স্টাফ রির্পোটার) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ও চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের যৌথ অভিযানে গ্রেফতার হলো ৩৫ মামলার আসামি সন্ত্রাসী বার্মা সবুজ। গতকাল ২৫ নভেম্বর ২০২৪ খ্রি. বিকাল ৪:৩০টায় হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকার একটি ফ্ল্যাট থেকে হিলভিউ-বার্মা কলোনির শীর্ষ সন্ত্রাসী মোঃ সবুজ (৩৫) ওরফে বার্মা সবুজকে গ্রেফতার করে নগর পুলিশ। ধৃত বার্মা সবুজ বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির নুরুল আমিন কসাইয়ের ছেলে।

সবুজ-সাইফুল-ফাহিম এই তিন ভাইয়ের চাঁদাবাজি ও তাদের গড়ে তোলা সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে বায়েজিদ-পাঁচলাইশ-খুলশীসহ নগরীর বিভিন্ন থানার মানুষ অতিষ্ঠ। এই তিন ভাইয়ের প্রত্যেকের নিজস্ব বাহিনী রয়েছে মর্মে জানা যায়। বায়েজিদ, পাঁচলাইশ, খুলশী ও তার আশপাশের এলাকাসমূহে জমি দখল-বেদখল, চাঁদাবাজি, লুটপাট সবকিছুরই নিয়ন্ত্রণ করে থাকে এই তিন ভাই।

ধৃত মোঃ সবুজের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানাসহ নগরীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকের ৩৫টিরও অধিক মামলা রয়েছে।

Leave a Reply