বাবুগঞ্জে বরফ দেয়া ইলিশ মাছ হরিলুট

23/10/2013 11:36 amViews: 7

প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের নতুনচর ভুতেরদিয়া গ্রামের দু’জেলের বসত ঘর থেকে বরফ দেয়া প্রায় ৫০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। উদ্ধার করা ইলিশ মাছের আংশিক স্থানীয় মাদ্রাসায় দিয়ে বাকি মাছগুলোকে পুলিশ হরিলুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে ওই গ্রামের জেলে আব্দুর রব হাওলাদারের বসত ঘর থেকে বরফ দেয়া ৩০ কেজি ও জসিম হাওলাদারের ঘর থেকে ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই আসাদ। উদ্ধার করা মাছের আংশিক নামেমাত্র মাদ্রাসায় দিয়ে বাকি মাছগুলো পুলিশের সদস্যরা হরিলুট করে নিয়েছেন। সূত্রমতে, এরপূর্বে এস.আই আসাদ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইলিশ ধরা জাল উদ্ধার করে তা মোল্লারহাট নামকস্থানের জেলেদের কাছে বিক্রি করে দিয়েছেন। অভিযোগ অস্বীকার করে এস.আই আসাদ জানান, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা সাইদুর রহমানের উপস্থিতিতে উদ্ধার করা ইলিশ মাছ ভাগবন্টন করে দেয়া হয়েছে।
অপরদিকে একইদিন দুপুরে জেলার বাকেরগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে দূর্গাপাশা গ্রামের চার জেলেকে আটক করে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, জেলে রুহুল আমিন হাওলাদার, নুরুল ইসলাম আকন, শাহাবুদ্দিন হাওলাদার ও দুলাল হাওলাদার।

Leave a Reply