বাবা হলেন রিয়াজ
বাবা হলেন রিয়াজ
কন্যাসন্তানের পিতা হলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক রিয়াজ। গত শনিবার বেলা ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন মাসফিকা তিনা। বর্তমানে মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন। তবে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন রিয়াজ। প্রথম সন্তানের পিতা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, বাবা হওয়ার অনভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহর কাছে শুকরিয়া যে সন্তান ও মা দুজনই সুস্থ আছে। আমার স্ত্রী-সন্তানের জন্য সবাই দোয়া করবেন।