বান্দরবানে গাইডসহ নিখোঁজ ৪
বান্দরবানের রুমা থেকে রাঙামাটির বিলাইছড়ি যাওয়ার পথে নতুন পুকুরপাড় এলাকা থেকে গাইডসহ দুই পর্যটক নিখোঁজ হয়েছেন।
রোববার থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজরা হলেন- জাকির হোসেন মুন্না (৩৪), আব্দুল আল জুবায়ের (২৬), গাইড তং কূল বম (২৫)। পর্যটকদের বাড়ি ঢাকার মিরপুরে। আর দুই পর্যটক হলেন- দুই পর্যটকের সঙ্গে তাদের গাইড মানছাই ম্রো (৩২) ও লাল রিং ছাং বমকেও (৩০)
স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে বান্দরবানের রুমা উপজেলার পর্যটন বগালেকে উদ্দেশ্য গাইড নিয়ে বেড়াতে যায় ২ পর্যটক। পরে রোববার বিকালে রুমা উপজেলার বগালেকের পর সেতুপাড়ার কাছ থেকে তারা নিখোঁজ হন বলে জানতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিষয়টি তিনি ফোনে শুনেছেন। নিখোঁজ দুই গাইড ও দুই পর্যটকসহ মোট ৫ জন ঢাকা থেকে গত ২৮ সেপ্টেম্বর বান্দরবানের রুমা বেড়াতে আসেন। তারা রুমার পার্শ্ববর্তী রাঙামাটির বিলাইছড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।