বাতাসে চলবে গাড়ি

03/01/2014 3:43 pmViews: 8

01552601805 20131222003449  30-12অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাতাসের দ্বারা চলতে সক্ষম এমন এক অদ্ভূত গাড়ি তৈরী করা হচ্ছে। খবর বিবিসি।

অস্ট্রেলিয়ার উদ্যোক্তা এবং রোমানীয় প্রযুক্তিবিদের সম্মিলিত প্রচেষ্টায় ৫,০০,০০০ লেগোর দ্বারা এই গাড়িটি তৈরী সম্পন্ন করা হবে বলে তারা জানান। এটিতে আরো চারটি বাতাসদ্বারা চালিত ইঞ্জিন এবং ২৫৬ টি পিস্টন ব্যবহার করা হয়েছে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

অন্যদিকে গাড়িটি ঘন্টায় প্রায় ২০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে বলেও বিবিসিতে দেওয়া এক বিবৃতিতে তারা জানান।

 

Leave a Reply