বাজেট জনকল্যাণে বাস্তবায়িত হবে না : রওশন
২০১৫-১৬ অর্থবছরে প্রস্তাবিত জাতীয় বাজেট জনকল্যাণে বাস্তবায়িত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে জাতীয় পার্টি আয়োজিত “বাজেট উত্তর সংবাদ সম্মেলনে” তিনি এ মন্তব্য করেন।
রওশন বলেন, ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করাও সম্ভব হবে না এই বাজেটে যদিও বাজেটে বেশ কিছু ভাল দিক রয়েছে। কিন্তু নেতিবাচক দিকই বেশি। এখানে অনেক উচ্চাকাংখা রয়েছে। যা প্রকৃত পক্ষে বাস্তবায়ন হবে কি-না তা নিয়ে সংশয় রয়েছে।
তিনি বলেন, বাজেটে দরিদ্র জনগোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে। এখানে সুনির্দিষ্টতা কম। তাই আমরা মনে করছি সাধারণ জনগোষ্ঠী এর সুফল থেকে বঞ্চিত হবে।
সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, অনেকেই মনে করে থাকেন আমরা বিরোধী দল হলেও সরকারের পক্ষে । কিন্তু প্রকৃত পক্ষে আমরা তা নই। আমরা জনগণের পক্ষে। সরকার ভুল করলে আমরা এর গঠন মূলক সমালোচনা করি।
















