বাজেটের আগে নতুন বেতন কাঠামো হচ্ছে না: ফরাসউদ্দিন
ঢাকা, ৮ এপ্রিল : আসন্ন বাজেটের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো হচ্ছে না বলে জানিয়েছেন পে-কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। কমিশন এই বেতন কাঠামো পুনঃনির্ধারণে সরকারের কাছে আরো ৬ মাসের সময় চেয়েছে।
তিনি বলেন, আসন্ন বাজেটের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো সুপারিশ করা সম্ভব হচ্ছে না। আমরা সরকারের কাছে আরো ৬ মাস সময় চেয়েছি। আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যে এই নতুন বেতন কাঠামো সুপারিশ করা সম্ভব হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে পে-কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে মন্ত্রণালয়ে নিজ কক্ষে পে-কমিশনের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে দীর্ঘসময় বৈঠক করেন।
ড. ফরাস উদ্দীন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যে কর্ম প্রতিভা ও কর্ম ক্ষমতা আছে এটা আমরা বের করে আনতে চাই। আর এজন্য তাদের উপযুক্ত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা দিতে হবে।
তবে এই মুহুর্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা না বাড়িয়ে অন্যান্য সুবিধা দেওয়ার সুপারিশ করেছে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন বলেও জানান তিনি।
ফরাস উদ্দীন বলেন, বেতন-ভাতা বাড়ানো হলে বাজারে মূল্যস্ফীতি বাড়ে। এটা যাতে নিয়ন্ত্রণ করা যায় সেজন্য বেশ কিছু সুযোগ-সুবিধা টাকায় না দিয়ে অন্যভাবে দেওয়া যায় কি না, সে চিন্তা-ভাবনা করা হচ্ছে।
তিনি বলেন, আমরা চাই, আমাদের যে ১১ থেকে ১২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন, তারা যেন তাদের সর্বশ্রেষ্ঠ ক্ষমতা দিয়ে প্রজাতন্ত্রের কাজ করতে পারেন, দেশের কাজ করতে পারেন। একইসঙ্গে সরকারের সম্পদের সীমাবদ্ধতার কথাও বিবেচনা করবে কমিশন।
উল্লেখ্য, ২০১৩ সালের নভেম্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো সুপারিশ করার লক্ষে বিশিষ্ট অর্থনীতিবীদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে চেয়ারম্যান করে ১৮ সদস্যের পে-কমিশন গঠন করে সরকার।