বাঙ্গুরার হ্যাটট্রিক দুর্বার মোহামেডান
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দৃষ্টিসীমার বাইরে থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহামেডান। বাঙ্গুরার হ্যাটট্রিকের সুবাদে রহমতগঞ্জকে ৫-০ গোলে হারিয়ে মোহামেডান প্রিমিয়ার ফুটবল লীগের চলতি আসরে সবচেয়ে বড় জয় পেয়েছে। এ জয়ে নয় ম্যাচে মোহামেডানের পয়েন্ট দাঁড়িয়েছে ১৭। সমান ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট আট। এর আগে মোহামেডান একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছিল। আগের দিন তুমুল বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ খেলার অনুপোযগী হয়ে পড়ার। ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। শনিবার বডিলি শিফট ম্যাচে গোল পেতে ২৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মোহামেডানকে। যদিও ম্যাচের তিন মিনিটেই গোল পেতে পারত সাদা-কালো শিবির। গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার শট নিশানা খুঁজে নিতে পারেনি। মিনিট চারেক পর বক্সের মধ্যে বল পেয়েও বাঙ্গুরা শট নিতে পারেননি। তবে প্রথম গোল আসে ফরোয়ার্ডের পা থেকেই। জুয়েল রানার হেড বুক দিয়ে রিসিভ করে ডান-পায়ের ভলিতে রহমতগঞ্জের জাল কাঁপান বাঙ্গুরা (১-০) । দু’মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। মিডফিল্ডার ইব্রাহিমের ক্রসে মাথা ছুঁইয়ে দেন বাঙ্গুরা (২-০)। ৩০ মিনিটে অরূপ বৈদ্যের পাস থেকে তৃতীয় গোলটি করেন জুয়েল রানা (৩-০)। রহমতগঞ্জের মিডফিল্ডার ইয়াসিনের শট বক্সের মধ্যে এক মোহামেডান ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। গোলের দাবিতে রহমতগঞ্জের কোচ কামাল আহমেদ বাবু রেফারি জালাল উদ্দিনের সঙ্গে অসদাচরণ করায় তাকে মাঠ থেকে বের করে দেয়া হয় । মিনিট আটেক খেলা বন্ধ থাকে। ৭৬ মিনিটে বাঁপ্রান্ত থেকে অরূপের ক্রসে তৌহিদুল আলম সবুজের হেড গোলে পরিণত হয় (৪-০)। ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে হ্যাটট্রিক পূর্ণ হয় বাঙ্গুরার। মোহমেডান পায় পঞ্চম গোল। এটা লীগের দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিক করেছিলেন ব্রাদার্সের অগাস্টিন ওয়ালনসন।
ব্রাদার্সও জিতেছে : বঙ্গবন্ধু স্টেডিয়ামে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে সকার ক্লাব ফেনীকে হারিয়েছে। এ জয়ে নয় ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আবাহনী, মোহামেডানের সঙ্গেই রয়েছে ব্রাদার্স। তবে গোল ব্যবধানে গোপীবাগের দলটির অবস্থান চার নম্বরে। প্রতিপক্ষ সকার ক্লাবের ম্যাচ সংখ্যার চেয়ে পয়েন্ট কম। নয় ম্যাচে মাত্র আট পয়েন্ট। প্রথমার্ধে ১-১ সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে দুই গোল দিয়ে পুরো তিন পয়েন্ট আদায় করে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন ২৯ মিনিটে গোলের সূচনা করেন। বক্সের বাইরে থেকে বল পেয়ে ভেতরে প্রবেশ করে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন। দুই মিনিট পরই গাম্বিয়ান ফরোয়ার্ড দাওদে সিসের স্কয়ার পাস থেকে আজমল হোসেন বিদ্যুতের শটে সমতা আনে সকার ক্লাব ফেনী। ৬২ মিনিটে ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্যাস্টার অ্যাকন ও ইনজুরি টাইমে ওয়ালসন আরেকটি গোল করলে ব্রাদার্সের জয় নিশ্চিত হয়। ওয়ালসন এখন পর্যন্ত নয় গোল করেছেন লীগে।