বাঙ্গরা বাজার থানা সজীব মোল্লার হত্যা অন্যতম আসামী গ্রেফতার

31/08/2023 5:33 pmViews: 17

কে এম শারফিন শাহ্ : কুমিল্লা (ব্যুরো): কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সজীব মোল্লার হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মেহেদী হাসানকে (২৪) দীর্ঘ ১৫ মাস পর গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংকালে বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর গ্রাম থেকে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত আসামী মেহেদী হাসান উপজেলার বাঙ্গরা বাজার থানার আমিননগর গ্রামের হোসেন সিকদার এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজর থানাধীন উপজেলার রামচন্দ্রপুর-কাগাতুয়া সড়কের কোড়ের খাল নামক স্থানে গত বছরের ১৯-মে সজিব মোল্লা(৩৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করে কাগাতুয়া বিলে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সজীব মোল্লা হত্যা মামলার ৩নং আসামি মোঃ জুলহাস (২০) কে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ, এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, গত ৩০-আগস্ট তথ্য প্রযুক্তির সহায়তায় সজীব মোল্লা হত্যার মামলার অন্যতম আসামী মেহেদীকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামি মেহেদীকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং এই হত্যায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার করার লক্ষ পুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply