‘বাঙালি’ পরিচয়ে নিবন্ধিত হচ্ছে রোহিঙ্গারা!
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা নয়, ‘বাঙালি’ হিসেবে অন্তর্ভুক্ত করছে দেশটির সরকার। দেশটি বলেছে, রোহিঙ্গা হিসেবে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ নাই। এএফপি।
রোববার থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে দেশটিতে প্রায় তিন দশক পর শুরু হয়েছে আদমশুমারি। তবে এ আদমশুমারিতে রাখাইন প্রদেশের সংখ্যালঘু মুসলিমদের রোহিঙ্গা হিসেবে নিবন্ধিত করা হতে পারে এমন আশঙ্কায় বৌদ্ধরা তা প্রত্যাখ্যান করে।
এ প্রত্যাখ্যানের পর দেশটির সরকার ঘোষণা দিয়েছে, আদমশুমারিতে তাদেরকে রোহিঙ্গা হিসেবে নয়, বাঙালি হিসেবে নিবন্ধ করা যেতে পারে।
শনিবার দেশটির মুখপাত্র ইয়ে তুত বলেন, রাখাইন এলাকার সংখ্যালঘু“জনগণ নিজেদেরকে ‘বাঙালি’ ডাকতে পারে।”
ইয়ে তুত বলেন, “কোনো পরিবার যদি নিজেদেরকে ‘রোহিঙ্গা’ হিসেবে পরিচয় দিতে চায় তবে আমরা তাদেরকে রোহিঙ্গা হিসেবে নিবন্ধিত করব না।”
১৯৮৩ সালের পর এ প্রথম দেশটির এআদমশুমারি ঘিরে বেশি আগ্রহ উদ্দীপনা তৈরি হয় জনগণের মধ্যে।
অপরদিকে রাখাইন রাজ্যের পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আদমশুমারিতে রোহিঙ্গা হিসেবে অন্তর্ভুক্ত না করায় এ আশঙ্কা তৈরি হয়েছে।
ইতোমধ্যে আদমশুমারিকে সামনে রেখে বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারীরা রাখাইনে অবস্থিত বিদেশি সংস্থাগুলোর কার্যালয়ে হামলাও চালিয়েছে।