বাঘের চামড়া ও মাথাসহ আটক ৩
14/01/2015 5:10 pmViews: 16
বাগেরহাটের মোড়লগঞ্জে বাঘের চামড়া, মাথা ও হাড়সহ পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার বরিশাল নগরীর রূপাতলী র্যাব-৮ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, মঙ্গলবার রাতে উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় পাচারকারীদের কাছ থেকে রয়েল বেঙ্গল টাইগারের একটি চামড়া, ২৪টি হাড়, ২৯টি দাঁত ও একটি মাথা উদ্ধার হয়েছে।
আটককৃতরা হলেন- বাগেরহাটের শরনখোলা উপজেলার সোনাতলা গ্রামের দুই সহোদর দেলোয়ার শেখ (৩৪) ও নূরুজ্জামান শেখ (৫২) এবং একই উপজেলার নলবুনিয়া গ্রামের কবির হাওলাদার (৪০)।
তিনি বলেন, আটককৃতরা মাঠ পর্যায়ে সরাসরি বাঘ শিকারের সঙ্গে জড়িত। এরা শিখার করা বাঘের চামড়া ও শরীরের বিভিন্ন অংশ তাদের চক্রের অন্য সদস্যদের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম হয়ে বিদেশে পাচার করে। চক্রের অন্য সদস্যদেরও আটকের চেষ্টা চলছে।