বাইডেনের পক্ষে প্রচারে নামলেন ওবামা
বাইডেনের পক্ষে প্রচারে নামলেন ওবামা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার একসময়ের সহযোগী জো বাইডেনের পক্ষে প্রচারে নেমেছেন। নির্বাচনী প্রচারের একেবারে শেষ সময়ে এসে দলের এই তারকা সদস্যকে মাঠে নামালো ডেমোক্র্যাটিক পার্টি। ৩ নভেম্বরের নির্বাচনের মাত্র ১৩ দিন আগে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন। বুধবার তার হয়ে প্রথম প্রচারে হাজির হন ওবামা।
এ দিন রাতে ওবামা পেনসিলভানিয়ার সবচেয়ে বড় নগরী ফিলাডেলফিয়ায় প্রচারাভিযানে যোগ দিয়ে বাইডেনসহ নির্বাচনের অন্যান্য ডেমোক্র্যাটিক প্রার্থীদের আগাম ভোট দেয়ার আহ্বান জানান ভোটারদের। ওবামার এক সহযোগী এ কথা জানিয়েছেন। অন্য দিকে ট্রাম্প যাবেন আরেক গুরুত্বপূর্ণ রাজ্য নর্থ ক্যালিফোর্নিয়ায়। সেখানেও তার সাথে বাইডেনের ব্যবধান খুবই কম দেখা গেছে জরিপে। বুধবার সন্ধ্যায় সেখানে সমর্থকদের সাথে সমাবেশ করার কথা রয়েছে ট্রাম্পের।
বাইডেনের প্রচার শিবিরের ব্যবস্থাপনা কর্মকর্তা জেন ও’মালি ডিলোন বলেছেন, জাতীয় জরিপগুলোতে ধারাবাহিকভাবে বাইডেনকে এগিয়ে থাকতে দেখা গেলেও ব্যাটেল গ্রাউন্ড হিসেবে বিবেচিত ১৭টি রাজ্যেই ট্রাম্প এবং বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখছেন তিনি। রয়টার্স